• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে এলজিইডি`র জেন্ডার স‌চেতনতা বিষয়ক প্রশিক্ষণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ শরীয়তপু‌রে স্থানীয় সরকার প্রকৌশল অ‌ধিদপ্তর ক্ষুদ্রাকার পা‌নি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ পর্যায় (জাইকা) এর আওতায় পা‌নি ব‌্যবস্থাপনা সমবায় স‌মি‌তির সদস‌্যদের জেন্ডার স‌চেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার (০৬ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে শরীয়তপুর সদর উপ‌জেলার চিত‌লিয়া কাশীপুর দাখিল মাদরাসা প্রাঙ্গ‌নে চিত‌লিয়া খাল পাবসস লি: (এস‌পি নং-৩৩০৬৬) এর নারী ও পুরুষ সদস‌্যর অংশগ্রহনে ক্ষুদ্র পা‌নি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ পর্যায় (জাইকা), এল‌জিই‌ডি সা‌র্বিক ব‌্যবস্থাপনায় এ স‌চেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হ‌য় ।

এসময় জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা খা‌দিজাতুন আসমা, এল‌জিই‌ডি পা‌নি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ পর্যায় (জাইকা) সহকারী প্রকৌশলী মো. খায়রুল হাসান শাওন, সো‌সিও‌লো‌জিস্ট মো. মিজানুর রহমান উপ‌স্থিত নারী ও পুরুষ পা‌নি ব‌্যবস্থাপনা সমবায় স‌মি‌তির সদস‌্যদের পাবসস সদস‌্যদের জেন্ডার স‌চেতনতা বিষয়ক প্রশিক্ষণ ‌দি‌য়েছেন।

প্রশিক্ষ‌ণে জেন্ডার এবং উন্নয়ন সম্প‌র্কে ধারণা প্রদান, প্রতি‌টি সমা‌জে নারী ও পুরুষ কি ধর‌ণের ভূ‌মিকা পালন ক‌রে থা‌কে? প্রকৃ‌তি সৃ‌ষ্টি পার্থক‌্য, সমাজ সৃ‌স্টি পার্থক‌্য, নারী সমা‌জের বোঝা নয়, নারী সমা‌জের সম্পদ, নারী ও পুরু‌ষের কা‌জের বি‌ভিন্নতা ও অর্থনৈ‌তিক কা‌জের সা‌থে সম্পৃক্ততা বিষ‌য়ে ধারণা দেয়া হয়।

এ সময় জেলা প‌রিষ‌দের সদস‌্য শাখওয়াত হো‌সেন হাওলাদার, এল‌জিইডির উপসহকারী প্রকৌশলী মো. রিফাত, রুম্মান, হিসাব সহকারী পার্থ দেবনাথ, মিরাজ, শরীয়তপুর সদ‌রের ফ‌্যা‌সি‌লে‌টেটর কা‌রিশমা র‌শিদ প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।