• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে গণশুনাণী ও সেবা মঞ্চ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ৬টি উপজেলায় মুজিববর্ষে ভূমি সেবাকে সহজলভ‍্য করতে গণশুনাণী ও সেবা মঞ্চ হচ্ছে । জেলা প্রশাসনের উদ্যোগে স্ব স্ব উপজেলায় এ গণশুনাণী ও সেবা মঞ্চ চলছে। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণশুনাণী ও সেবা মঞ্চ অনুষ্ঠিত হয়।

গত ২২ ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে ডামুড্যা উপজেলায় প্রথম গণশুনাণী ও সেবা মঞ্চের কার্যক্রম শুরু হয়। পর্যাক্রমে ভেদরগঞ্জ, জাজিরা উপজেলায় মঞ্চের আয়োজন করা হয়েছে।  এরপর শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলায় অনুষ্ঠিত হবে।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা জানান, মুজিব বর্ষে ভূমি সেবাকে সহজলভ‍্য করতে সম্মানিত জেলা প্রশাসক মো. পারভেজ হাসান স‍্যারের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় চলছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বর এ গণশুনানী ও ভূমি সেবা মঞ্চ কার্যক্রম। ভূমি জটিলতা দূরীকরণে মধ‍্যসত্বভোগী, দালালদের খপ্পর থেকে মুক্তি দিতে সেবা  নিয়ে জনগণের দুয়ারে রাজস্ব টিম হাজির হয়। এই মঞ্চে সহজ সরল জনগণ সরাসরি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে তাদের জমি সংক্রান্ত সমস‍্যা তুলে ধরতে পারেন এবং এর আইনগত প্রতিকার পেয়ে থাকেন। রাজস্ব মামলা পরিচালনায় দীর্ঘসূত্রিতা দূরীকরণ ও দ্রুততার সাথে সঠিক ব‍্যক্তির হাতে সেবা পৌঁছে  দেয়া এই কার্যক্রমের অন‍্যতম লক্ষ‍্য।

তিনি আরও জানান, ভূমি সেবা মঞ্চ ভূমি সম্পর্কে সাধারণ জনগণকে ধারনা প্রদান, স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিটি সেবার সরকারী মূল‍্য  জানানোর মাধ‍্যমে সেবা প্রদানকারী সংস্থা ও সেবা গ্রহণকারীর সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

অন‍্যদিকে একই দিনে উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস, সাবরেজিস্ট্রার অফিস ভিজিটের ফলে ভূমি সেবা কার্যক্রমের মনিটরিং ও জবাবদিহিতা বাড়ছে। জেলায় মুজিববর্ষ জুরে গণশুনাণী ও সেবা মঞ্চ চলবে।