• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ “মুজিববর্ষের উচ্ছাসে, স্বাধীনতার পঞ্চাশে, পুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মেষে” এ শ্লোগানে ও জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিয়ে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। এ প্রতিপাদ্য নিয়ে পালিত পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৬ এপ্রিল সোমবার দুপুরে শ্রমজীবী ও অসচ্ছল মানুষের মাঝে পুষ্টি সম্পন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শতাধিক ছিন্নমূল শ্রমজীবী ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

শরীযতপুর জেলা সিভিল সার্জন ডা. এস.এম আবদুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। শরীয়তপুরের পলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মনির আহমেদ খান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, সিভির সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহীনুর নাজিয়াসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীগন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, করোনার কারনে সারা পৃখিবীর সাথে বাংলাদেশে ও এ ধাক্কা লেগেছে। তবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ভুমিকা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা দূর্যোগকে সামাল দিয়েছে। করোনার কারনে বর্তমান কঠোর ও কঠিন লকডাউনের কারনে সারা দেশের ন্যায় আমাদের জেলায়ও ছিন্নমূল ও পেশাজীবী মানুষ কষ্ট ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে নিয়মিত ভাবে খাদ্র সামগ্রী বিতরণ করছি। আজ জেলা স্বাস্থ্য বিভাগ জাতিয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  পেশাজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে পুষ্টিগুন সম্পন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে।