• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে জয়িতাদের সম্মাননা প্রদান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ পালন উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা এবং "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কর্মসূচির আওতা শরীয়তপুরে ০৫ (পাঁচ) জন জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান  সাবিনা ইয়াসমিন,  শরীয়তপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক  খাদিজাতুন আসমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মহিলা সংস্থার সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ শামীম হোসেন।

প্রধন অতিথি জেলার প্রশাসক মোঃ পারভেজ হাসান  বলেন,বেগম রোকেয়া আজন্ম নারী মুক্ত ও নারী জাগরনের ডাক দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য  যে সংগ্রাম করে গেছেন শত বছর পরে হলেও তা আজ বাস্তবায়ন হয়েছে। আর এটাকে বাস্তবয়ন করেছেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ  নারী প্রধানমন্ত্রী, নারী স্পীকার, নারী পাইলট। নারীদের এ এগিয়ে চলার ফলে দেশ আজ উন্নয়নের অভিযাত্রার এগিয়ে যাচ্ছে।