• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে পাবলিক টয়লেট থেকে ৫৫টি ককটেল উদ্ধার, আটক ২

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর বাজারের পাবলিক টয়লেট থেকে ৫৫টি তাঁজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে দুই যুবককে আটক করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-রাসেল মাদবর (২৪), উপজেলার মেহেরআলী মাদবরকান্দি গ্রামের আব্দুল খালেক মাদবরের ছেলে ও দেবু খাঁ (৩৩) জানখারকান্দি গ্রামের মফিজ খাঁর ছেলে।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে জাজিরা বিলাশপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মাদবর ও দেবু খাঁ নামে দুই যুবককে আটক করি। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা তথ্য দেয় যে, বিলাশপুর ইউনিয়নের বিলাশপুর বাজারের পাবলিক টয়লেটে ককলেট লুকানো আছে। পরে তাদের তথ্যমতে সেখান থেকে চারটি বালতি থেকে ৫৫টি তাঁজা ককলেট উদ্ধার করি। এ সময় জাজিরা থানার এসআই আতিয়ার রহমান, ডিবির এসআই নজরুল, আলাউদ্দিন, মসলেউদ্দিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। আটকদেরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ডিবির এসআই নজরুল বাদী হয়ে জাজিরা থানায় মামলা করবে।