• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বিশ্ব বসতি দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  


“বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার” এ  প্রতিপাদ্যের মধ্যদিয়ে শরীয়তপুর জেলা প্রশাসন নানান আয়োজনে বিশ্ব বসতি দিবস পালন করেছে। ৭ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিশ্ব বসতি দিবসের র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদ্যাপিত হয়ে আসছে।
তিনি বলেন নদীভাঙ্গন ও ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি এলাকার মানুষ সবচেয়ে বেশি বাস্তচ্যুত হয়েছেন। আর দেশের বিভিন্ন দুর্যোগে বাস্তুহারা হওয়া মানুষদের বেশিরভাগই আশ্রয় নেন ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। এসব মানুষের ন্যূনতম আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গৃহিত আশ্রয়ন প্রকল্প, জমি আছে ঘর পাবেন প্রকল্প ও গায়ে ফিরা কর্মসূচী আমাদের দেশের বস্তিবাসী ও বাস্তুহারাদের মাথার উপর ছাঁদের স্বপ্ন পুরন করেছে। গত অর্থ বছরেই শরীয়তপুর জেলায় ৮ শতাধিক গৃহহীন পেয়েছে নতুন ঘর। আর প্রতিটি আশ্রয়ন প্রকল্পে ঠিকানা হয়েছে ১শ ২০টি করে পরিবারের।