• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বেগম রোকেয়া দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  


বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে। পরে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক খাদিজাতুন আসমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. রওশনারা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমি, এসডিএসের পরিচালক অমলা দাস। 
এ বছর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা লাভ করেছেন অর্থনৈতিক ভাবে সাবলম্বী নারী রানু আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অমলা দাস, সফল জননী নারী নির্বাচিত হয়েছেন সৈয়দ রিজিয়া বেগম, নির্যাতনের বিভিষিকা পেড়িয়ে ঘুরে দাড়ানো নারী সাবিয়া ইয়াসমিন আইবি, সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য সম্মানীত হয়েছেন এ্যাড. রাশিদা মির্জা।