• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে মা ইলিশ বহনের দায়ে ৫ মহিলা সহ ১৭ জনকে কারাদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযান অমান্য করে ইলিশ বহনের দায়ে ৫ মহিলা সহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ভিন্ন ভিন্ন অংকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে বসে এই আদেশ প্রদান করেন। এর পূর্বে পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক খালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার কোটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির জরা হয়।

আটককৃতদের মধ্য থেকে কম বয়স বিবেচনায় যুবরাজ, রিয়াদ ও মেহেদী হাসানকে ৫ হাজার টাকা করে এবং সেলিনা বেগম, রেহানা, নাছরিন, জাহানারা ও খালেদা নামের ৫ মহিলাকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। জহিরুল ইসলাম ও রাসেলকে ১০ দিন করে কারাদন্ড এবং রফিকুল ইসলাম, আলী আকবর, হারুন, তৈমুর হোসেন, আ. রহমান, নিলয় বিশ্বাস ও খায়রুল ইসলামকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, শরীয়তপুর পৌরসভার প্রেমতলা ও কোটাপাড়া সড়ক দিয়ে এরা মা ইলিশ বহন করছিল। অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ২০০ কেজি মা ইলিশ সহ তাদের আটক করা হয়। সাজা প্রাপ্তদের হাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্দেশে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।