• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৯ জনকে অর্থদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ জুন ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নিরলসভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা চালিয়ে যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

গতকাল মঙ্গলবার (০২ জুন) সন্ধ‍্যা ৬ থে‌কে রাত সা‌ড়ে ৮ পর্যন্ত সদর উপজেলার পালং বাজার, প্রেমতলা, পৌর বাস স্ট‍্যান্ডসহ প্রধান সড়কে আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনাকালীন স্বাস্থ‍্যবিধিসহ সরকারি আদেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করার অপরাধে ১৯ জনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। । এছাড়াও, এ সময় উপস্থিত বহু পথচারীকে সচেতন করা হয়। স্বাস্থ্য বিধি অমান্যকারী ১৯ জনকে ৭০০০ টাকা অর্থদণ্ড করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, পালং বাজার, প্রেমতলা, পৌর বাস স্ট‍্যান্ডসহ প্রধান সড়কে আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনাকালীন স্বাস্থ‍্যবিধিসহ সরকারি আদেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করার অপরাধে ১৯ জনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এর পূর্বেও আমরা বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্যকারীকে জরিমানা করেছি।  করোনা ভাইরাস থেকে সদর উপজেলাকে মুক্ত রাখতে জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নেতৃত্বে করোনা ভাইরাস বিস্তৃত প্রতিরোধে এ অভিযান আমাদের অব‍্যহত থাকবে