• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে “হাম-রুবেলা ক্যাম্পেইন” বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  


শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ২৯ ফেব্রুয়ারী থেকে ২১ মার্চ পর্যন্ত   অনুষ্ঠিতব্য হাম- রুবেলা টিকাদান ক্যাস্পেইন ২০২০ সফল বাস্তবায়নের লক্ষে দিন ব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 ২৩ ফেব্রুয়ারী রবিবার গণযোগাযোগ অধিদপ্তর ইউনিসেফের ‘সিফোরসি’ খাতের আওতায় এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
সিভিল সার্জন ডাঃ এস.এম আবদুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। বক্তব্য রাখেন শরীয়তপুর সদর হাসপাতালেন তত্বাবধায়ক ডাঃ মুনীর আহমেদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সমাজ সেবার উপপরিচালক মোঃ কামাল হোসেন,পরিবার পরিকল্পনা বিভিাগের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইদ্রিস,ঈমামদের প্রতিনিধি মাওলানা আব্দুল হান্নান, এনজিও প্রতিতিনিধি সুবোধ কুমার ঘোষ।
 কর্মশালার সমাপনি বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের হাম-রুবেলা ক্যাম্পেইনকে জাতীয় ও রাষ্ট্্িরয় কর্মসূচী উল্লেখ করে বলেন সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় কার্যক্রমটি বাস্তবায়িত হবে। আমি আশা করি শরীয়তপুর জেলার সচেতন  মা-বাবারা সরকারি খরচে হাম-রুবেলার টিকা দিয়ে দায়িত্বশীল  হয়ে নিজ সন্তানদের প্রাণঘাতি  রোগ  থেকে মুক্ত রাখেন  সে বিষয়ে তাদের  বোঝাতে হবে। ক্যাম্পেইন চলাকালে  যেন  কোনো শিশু হাম-রুবেলার টিকা  নেয়া  থেকে বাদ না যায়, তার জন্য সর্বোচ্চ প্রচার চালাতে হবে।’ এবছরের ২৯  ফেব্রুয়ারি  থেকে ২১ মার্চ পর্যন্ত তিন সপ্তাহ  দেশব্যাপী পরিচালিত হবে “হাম-রুবেলা ক্যাম্পেইন”। এ সময় ৯ মাস  থেকে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা’র টিকা  দেয়া হবে।  যেসব শিশু ইতোমধ্যে হাম-রুবেলার টিকা নিয়েছে, তারা পুনরায় এ টিকা নিতে পারবে। সম্পূর্ণ সরকারি খরচে এ টিকা  দেয়া হবে।