• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ১১৫ জেলেকে কারাদন্ড ও দুই লাখ মিটার জাল জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মঙ্গলবার রাত আড়াইটা থেকে সকাল সা‌ড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায় মৎস্য অধিদপ্তর, পুলিশ, নৌ-পু‌লিশ ও ভ্রাম্যমান আদালত। দুপু‌রে স্ব স্ব উপ‌জেলা চত্ব‌রে মা ইলিশ শিকারের অপরাধে ১১৫ জন জেলেকে আটক করে প্রত্যেক‌কে ১ বছর ক‌রে কারাদন্ড প্রদান ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, নড়িয়া ১ লাখ মিটার কারেন্ট জাল ৩০০ কেজি ইলিশ জব্দ ও ৬৫ জন জেলে, জাজিরায় ৬০ হাজার মিটার জাল ২০০ কেজি ইলিশ জব্দ ও ৩০ জন জেলে এবং ভেদরগঞ্জ এলাকা থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ৪৫ কেজি ইলিশ জব্দ ও ২০ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণসহ অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংশ করেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা, ইলিশ মাছ মজুদ করা, বিক্রি করা, জাল ফেলা সম্পূর্ণ নিষেধ করেছে সরকার। তবুও কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে মাছ ধরছে। অভিযান পরিচালনা করে অসাধু জেলেদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্য‌মে সাজা দেয়া হ‌চ্ছে। অভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

উল্লেখ্য, শরীয়তপুর জেলায় পদ্মা ও মেঘনা নদীর মোট ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য সব ধরনের জাল ফেলে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে।