• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপু‌রে ভন্ড কবিরাজকে এক মা‌সের দন্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ করোনাভাইরাসের ভূয়া ঔষুধ আবিষ্কারক এক ভন্ড কবিরাজকে আটক ক‌রে এক মা‌সের কারাদন্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৭ মার্চ) সকা‌লে তা‌কে কারাদন্ড দেয়া হয়। এর আগে বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদর উপ‌জেলার আংগারিয়া ফাঁড়ির পুলিশ তা‌কে আটক ক‌রে। আটক- আলতাফ কবিরাজ (৬০) উপ‌জেলার আংগা‌রিয়া ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রামের বা‌সিন্দা।

আংগারিয়া ফাঁড়ির পু‌লিশ প‌রিদর্শক মিন্টু মন্ডল জানায়, শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড় থে‌কে আলতাফ কবিরাজ নামে এক ব্যাক্তি বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সকা‌লে একটি ফেইসবুক লাইভে ব‌লে‌ছেন, করোনা ভাইরাসের ঔষুধ তৈরি করে‌ছেন, ''তার ঔষুধ খেলে করোনা রোগী ভাল হয়ে যাবে''। এই ভিডিওটি জেলা প্রশাসকের নজ‌রে আস‌লে তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী অফিসার‌কে অবগত করা হয়। ইউএনও ম‌হোদয় আমা‌কে ব্যবস্থা নি‌তে ব‌লেন। পরে সন্ধ্যায় উপ‌জেলার আংগা‌রিয়া ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রামের নিজ বা‌ড়ি থে‌কে আলতাফ কবিরাজকে আটক করি।

সদর উপ‌জেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. মাহবুর রহমান শেখ ব‌লেন, করোনাভাইরাস নি‌য়ে ফেসবু‌কে গুজব ছাড়া‌নোর কার‌ণে  কবিরাজকে ভ্রাম্যমান আদালত ব‌সি‌য়ে দন্ডবিধি ১৮৬০এর ২৭৫, ২৭৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হ‌য়ে‌ছে। জেল হাজ‌তে প্রেরণ ক‌রা হয়।