• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শিক্ষক সৃজনশীল হলে শিক্ষার মানোন্নয়ন হবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯  

শরীয়তপুুর প্রতিনিধিঃ আজ ২৭ নভেম্বর  বুধবার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ মস্তফা কামাল।
এ বছরে ভেদরগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ নির্বাচিত হয়েছে সরকারি এমএর রেজা ডিগ্রী কলেজ ভেদরগঞ্জ, শ্রেষ্ঠ মাদ্রাসা গৈড্যা এমএস ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ স্কুল চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ আনোয়ার হোসেন অধ্যক্ষ সরকারি এসএ রেজা ডিগ্রী কলেজ। শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান রামভদ্রপুর কেআই আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সামাদ নুরী , শ্রেষ্ঠ স্কুল প্রধান মোঃ দাদন মিয়া, প্রধান শিক্ষক শহীদ বুদ্ধিজীবী ডাঃ হুমায়ুন কবির উচ্চ কিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক  কলেজ অতুল চন্দ্র  ওঝা,হাবিব উল্যা কলেজ,সখিপুর। স্কুল পর্যায় মোঃ মজিবুর রহমান সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,মাদ্রাসায় আবদুস সাত্তার গৈড্যা এমএস ফাজিল মাদ্রাসা।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ তার বক্তব্যে বলেন আমাদের দেশের শিক্ষা কারিকুলামে পরিবর্তন এসেছে। এ পরির্বতনের সাথে আমরা এখনো নিজেদের শতভাগ পরিবর্তন করতে পারিনি। পুরানো ধারণার পরির্বতে নতুন চিন্তা চেতনায় সমন্বয় ঘটেছে। আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেয়ার জন্য সরকারে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের প্রশিক্ষণসহ জীবনমুখি কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা মনে করি আমাদের সম্মানিত শিক্ষকগন স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল হয়ে উঠলে আমাদের শিক্ষার মান ও উন্নত হবে।