• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শেখ হাসিনা তাঁতপল্লী প্রকল্পের ভূমির ক্ষতিপূরণের চেক প্রদান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

 


শরীয়তপুরের জাজিরায় “উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মুলমন্ত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ২১ পরিবারকে ৩ কোটি ৮৭ লক্ষ ২১ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে জাজিরা উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ চেক প্রদান করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহাদাত হোসেন মজুমদার। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শুধু দেশের উন্নয়ন কিভাবে হবে তা চিন্তা করে। তিনি বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে দেখে যেতে চান। তাই শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপন শীর্ষক প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের ২১ পরিবারকে ৩ কোটি ৮৭ লক্ষ ২১ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। তঁতপল্লীটি হলে এখানে বেকার মানুষের কর্মসংস্থান হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুল হাসান ও জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। 

এ সময় জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।