• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ারবাজার আগের চেয়ে শক্তিশালি: অর্থমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার এখন অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালি। তিনি বলেন, বিদেশ থেকে আসা রেমিট্যান্সের একটা অংশ পুঁজিবাজারেও বিনিয়োগ হচ্ছে, যার ফলে লেনদেন ও মুলধনের ঘাটতি কমে আসছে। 

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সুশাসন প্রতিষ্ঠা করার বিকল্প নেই। শক্তিশালি পুঁজিবাজার গড়ে তুলতে বহু কাজ বাকি বলে জানান বিএসইসির চেয়ারম্যান।

সবশেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮৭৩ কোটি টাকা। পুরো সপ্তাহে সূচক কিছুটা কমলেও লেনদেন ঠিকই ধরে রেখেছে তার অবস্থান। 

এই সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৫৪ কোটি টাকা যা সপ্তাহে ছিলো ৪ হাজার ৫৭৩ কোটি টাকা। গেলো সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১০ কোটি টাকা। ফুরফুরে মেজাজে থাকা পুঁজিবাজারে লম্বা সময় পরে বাজার মূলধন ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকার ঘর। শুধু সেপেম্বর মাসেই বাজার মুলধন বেড়েছে প্রায় ৩৫ কোটি টাকা। 

সবশেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮৭৩ কোটি টাকা। পুরো সপ্তাহে সূচক কিছুটা কমলেও লেনদেন ঠিকই ধরে রেখেছে তার অবস্থান। 

এই সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৫৪ কোটি টাকা যা সপ্তাহে ছিলো ৪ হাজার ৫৭৩ কোটি টাকা। গেলো সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১০ কোটি টাকা। ফুরফুরে মেজাজে থাকা পুঁজিবাজারে লম্বা সময় পরে বাজার মূলধন ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকার ঘর। শুধু সেপেম্বর মাসেই বাজার মুলধন বেড়েছে প্রায় ৩৫ কোটি টাকা। 

এরইমধ্যে বাজারে সুশাসন ফিরিয়ে আনতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা গেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে। কমিশন চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের আশা শিগগিরই দৈনিক লেনদেন ছাড়িয়ে যাবে ২ হাজার কোটির ঘর। 

তবে এতকিছুর পরও তালিকাভুক্ত ৪৩ টি কোম্পানির পরিচালকদের হাতে নেই নূন্যতম শেয়ার বলছেন, কোম্পানি আইন ও পুঁজিবাজার বিশ্লেষক ব্যারিস্টার মাসুম।

দুই এক মাসের জন্য নয়, বিনিয়োগকারীরা তাকিয়ে দীর্ঘমেয়াদে বাজার ভালো হওয়ার প্রতিক্ষায়।