• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় শরীয়তপুরে ১৪ জনকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শরীয়তপুর সদর  পৌরসভার   বিভিন্ন  স্থানে আজ মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৪ জনকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদ- আরোপ করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ জানান, সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৪ জনকে মোট ৪ হজার ৫০০ টাকা অর্থদ- আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।  এ সময় দোকান, শপিংমল সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময়  পারস্পরিক দূরত্ব ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। এছাড়া রোভার স্কাউটের একটি দল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার বিভিন্ন  এলাকায়  মাইকিংসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করে। প্রতিদিন এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।