• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পোস্ট দেয়ায় গ্রেফতার-১

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে হুমকিমূলক পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শরীয়তপুরে মুস্তাকিম বিল্লাহ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল ২৮ মার্চ বিকেলে শরীয়তপুর শহরের চন্দ্রা রেস্ট হাউজের কাছ থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।

গ্রেফতার মুস্তাকিম বিল্লাহ মাদারীপুর সদর পৌরসভার ২নং শকুনি নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে। তিনি ইসলামিক ফাউণ্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের মাস্টার ট্রইনার পদে কর্মরত ছিলেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করা, বিশৃঙ্খলা সৃষ্টি, আইনশৃঙ্খলা অবনতি ঘটানো, আক্রমনাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক ও মানহানীর তথ্য উপাত্ত প্রকাশ করে হুমকিমূলক পোস্ট করার অভিযোগে গতকাল রোববার মুস্তাকিমের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইনে পালং মডেল থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি মোস্তাকিমকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয় সুত্রে জানা যায়, ওই ঘটনার পর মোস্তাকিম বিল্লাহকে মাস্টার ট্রেইনার পদে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।