• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর অভিনব উদ্যোগ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপু‌রে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলা‌দেশ সেনাবা‌হিনী। গতকাল শ‌নিবার (২৮ মার্চ) সকাল ১১টা থে‌কে শরীয়তপুর শহ‌রের পালং উত্তর বাজার ও আংগা‌রিয়া বাজারসহ গুরুপূর্ণস্থানের ওষুধ ও নিত্যপণ্যের দোকানগুলোতে ঘুরে ঘুরে তারা এ কার্যক্রম চালান। এ সময় সদর উপ‌জেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ, উপ‌জেল‌া সহকারী ক‌মিশনার (ভূমি) ফা‌তেমা খাতুন ও সেনাবা‌হিনীর এক‌টি দল উপ‌স্থিত ছি‌লেন।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনীর উদ্যোগে বাজারের নিত্যপণ্য ও ওষুধের দোকানের সামনে চতুর্ভুজ চিহ্ন দিয়ে দিচ্ছেন। এতে যারা জরুরি প্রয়োজনে ওষুধ কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে যাচ্ছেন তাদের সামাজিক দূরত্ব বজায় থাকছেন। অন্যদি‌কে গুরুপ্তপূর্ণ সড়কগু‌লো‌তে জীবানুমুক্ত রাখ‌তে গা‌ড়ি‌তে ক‌রে জীবানুনাশক ‌স্প্রে কর‌ছেন তারা।

শরীয়তপুর সদর হাসপাতালের সাম‌নের ব্যবসায়ী খান ফা‌র্মেসি স্বত্বাধিকারী আব্দুর রহমান খান জানান, মানু‌ষের দূরত্ব বজায় রাখতে ওষুধের দোকানের সামনে এক মিটার (৩ ফিট) দূরত্ব বজায় রেখে চিহ্ন এঁকে দিয়ে‌ছেন সেনাবাহিনীরা। এ কারণে যে সব ক্রেতারা দোকানে আসছেন তারা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকছে।

পালং উত্তর বাজার কাঁচামা‌লের দোকানদার নুরুজ্জামান জমাদ্দার জানান, তার দোকা‌নের সাম‌নে চিহ্ন অংকন করে দি‌য়ে‌ছে সেনাবা‌হিনী। এতে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকছে। কা‌রো সা‌থে কা‌রো স্পর্শ হ‌চ্ছে না।

সদর উপ‌জেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ জানান, বর্তমান প্রেক্ষাপ‌টে বাজারগু‌লো‌তে প্র‌তি‌টি মানু‌ষের ৩ ফিট দূরু‌ত্বে থাকা প্র‌য়োজন। তাই সাদা রং দি‌য়ে চতুর্ভুজ একে দেয়া হ‌চ্ছে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দোকা‌নের সাম‌নে। নির্দিষ্ট দূরত্বে তারা চতুর্ভুজ স্থানে লাইনে দাঁ‌ড়ি‌য়ে ক্রেতারা প্রয়োজনীয় পণ্য কেনাকাটা কর‌ছেন, দোকানের সামনে ভিড় পরিহার ক‌রে।