• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সাড়ে ৭কোটি টাকা ব্যয়ে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবনের কাজ শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ সরকারের উন্নয়ন অভিযাত্রার অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনে নতুন ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ হলে একই ছাদের নিচে জনগন উপজেলার সকল সুবিধা পাবে। আজ ১১ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় দোয়া মোনাজাতের পরে কাজের শুভ উদ্বোধন করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মান্নান বেপারী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

ভেদরগঞ্জে উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন বলেন, নতুন ভবনের কাজ সম্পন্ন হলে একজন সেবা গ্রহিতা একই ছাদের নিচে সকল সেবা পাবে। আধুনিক সকল সেবা, ইন্টারনেট ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরও সেবা পেতে সমস্যা হবেনা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা বলেন, আমাদের দেশ নয় সারা পৃথিবী জুড়ে করোনা দূর্যোগ চলছে। তারপরও আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের দেশের উন্নয়ন কাজ বন্ধ হয়নি। আমাদের চোখের সামনে পদ্মা সেতু, পদ্মার ডান তীর সংরক্ষণ কাজ এবং আজ শুরু করলাম উপজেলা পরিষদের নতুন ভবনের কাজ।