• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সিআইডির এসপি পরিচয় দেয়া দুই প্রতারক গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি পরিচয় দিয়ে প্রতারণাকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে করা হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালের লাইসেন্স নবায়ন করে দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করে আসছিলো।

ডিবির সাইবার ক্রাইম অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সোমবার রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো.ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ডিবির বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা প্রথমে নিজেদের হিউম্যান রাইটস কমিশনের সদস্য পরিচয়ে ৯৯৯ নম্বরে ফোন করে বিভিন্ন থানার ডিউটি অফিসারের নাম্বার সংগ্রহ করে। ডিউটি অফিসারদের সিআইডির এসপি পরিচয় দিয়ে সংশ্লিষ্ট থানা এলাকার হাসপাতালগুলোর মালিকদের ফোন নম্বর সংগ্রহ করে। পরে বিভিন্ন হাসপাতালের মালিকদের ফোন করে তাদের লাইসেন্স নবায়ন করে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিল।  

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের থেকে চারটি মোবাইল, ১০টি সিম, বিভিন্ন ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের ভিজিটিং কার্ড ও দুইটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।