• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সিরিজ বোমা: জেএমবির সালাহউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০২১  

সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার দিনে হবিগঞ্জে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাহউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন এম মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বোমা হামলা চালায় জেএমবি। ওই ঘটনায় সারা দেশে মামলা হয়। এরমধ্যে হবিগঞ্জে জেলা সদরে সোনালী ব্যাংকের সামনে বোমা বিস্ফোরনের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ বেশ কয়েকজনকে আসামি করে ২০০৮ সালের ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে অভিযোগপত্র দেওয়ার আগেই অন্য মামলায়(ঝালকাঠিতে দুই বিচারক হত্যা) শায়খ আবদুর রহমান ও ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। এরপর সালাহ উদ্দিনসহ ৭ আসামির বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে অভিযোগ গঠন করা হয়। এখনও সেখানে মামলাটি বিচারাধীন। এ মামলায় ওই আদালতে জামিন আবেদন করা হলে ওই আদালত গত ২৪ জানুয়ারি তার জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।