• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সুপার ওভারে কলকাতাকে হারাল দিল্লি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯  

টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে ভালো বিনোদন বোধ হয় দিতে পারতো না কোনো ম্যাচ। দিল্লিতে রুদ্ধশ্বাস এক টাই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। অতঃপর সুপার ওভারে দারুণ এক জয় দিল্লি ক্যাপিটেলসের। পেতে পেতেও না পাওয়ার বেদনায় পুড়লো কলকাতা নাইট রাইডার্স।

সুপার ওভারে ১ উইকেট হারিয়ে মোটে ১০ রান তুলতে পেরেছিল শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটেলস।

জবাবে আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক আর রবিন উথাপ্পা মিলে তুলতে পারলেন মাত্র ৬ রান। দুর্দান্ত এক ওভারে কাগিসো রাবাদা রাসেলকে বোল্ড করেন ৪ রানেই।

দিল্লির লক্ষ্য ছিল ১৮৬ রানের। পৃথ্বি শ'র বিধ্বংসী এক ইনিংসে একটা সময় সহজ জয়ের পথেই ছিল দলটি। কিন্তু ৫৫ বলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৯৯ রানে থাকা পৃথ্বি বোকামি করে আউট হওয়ার পরই ম্যাচ অবিশ্বাস্যভাবে ঘুরে যায়।

শেষ ৯ বলে ৬ উইকেট হাতে রেখেও ১২ রান নিতে পারেনি দিল্লি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এর আগে ব্যাটিংয়ে নেমে কলকাতা নাইট রাইডার্স ছিল ভীষণ বিপদে। ৬১ রানের মধ্যে নেই ৫ উইকেট। সেখান থেকে সম্মানজনক একটা পুঁজি পাওয়াই তো অসম্ভব হয়ে পড়েছিল। অথচ এই দলটিই দিল্লি ক্যাপিটালস বোলারদের সামলে তুলে নেয় ৭ উইকেটে ১৮৫ রানের বড় পুঁজি।

কিভাবে সম্ভব হলো? পুরো কৃতিত্বটাই দুই ব্যাটসম্যান-দিনেশ কার্তিক আর আন্দ্রে রাসেলের। ষষ্ঠ উইকেটে তারা ৯৫ রানের এক ঝড়ো জুটি গড়েন।

আন্দ্রে রাসেল মাত্র ২৮ বলে খেলেন ৬২ রানের বিধ্বংসী এক ইনিংস। যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি। ৪টি বাউন্ডারির সঙ্গে ক্যারিবীয় এই অলরাউন্ডার হাঁকিয়েছেন ৬টি ছক্কা।

ফিফটি করেন কার্তিকও। কলকাতা অধিনায়ক ৩৬ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে আউট হন।