• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা ৯ জুলাই

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

দেশে চলমান ভার্চুয়াল আদালত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে আগামী ৯ জুলাই ফুলকোর্ট সভা ডাকা হয়েছে। সভায় ভার্চুয়াল আদালতের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ সভা অুনষ্ঠিত হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবিষয়ে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মতামত দিতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে নোটিশ জারি করা হয়েছে। নোটিশ অনুযায়ী আগামী ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। 

এরআগে গত ১০ মে সর্বশেষ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওইদিনই ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধন্তন আদালতের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং  আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর এই নির্দেশনা মেনেই ১১ মে থেকে আইনজীবীরা আবেদন করছেন এবং আদালতে বিচার কার্যক্রম চলছে।