• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর, তিন মাসে বাংলাদেশ থেকে ৯৯০ কোটি ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশ বেশি। আর সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি ৫ দশমিক ৯২ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র তথ্যমতে, সেপ্টেম্বর মাসে ৩০১ কোটি ৮৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৮৫ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছিল ২৯১ কোটি ৫৮ লাখ ডলার।

রপ্তানির তথ্যে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর সময়ে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশের মতো। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ শতাংশের বেশি। জুলাই- সেপ্টেম্বর তিনমাসে ৮০৫ কোটি ৭৫ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে পোশাক রপ্তানি হয়েছে ৮১২ কোটি ৬৪ লাখ ডলারের। গত বছরের একই সময়ে পোশাকের রপ্তানি ছিল ৭৯৬ কোটি ডলার।

ইপিবি’র তথ্যমতে, বছরের প্রথম তিনমাসের মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ১১ শতাংশ এসেছে তৈরি পোশাকখাত থেকে। রপ্তানির এ ধারাবহিকতা ধরে রাখতে পারলে বছর শেষে ৪০ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছোঁয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।