• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিটিভির দিনব্যাপী আয়োজন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। ২৬ মার্চ বিটিভিতে দিনব্যাপী প্রচার হবে বিশেষ নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, আলোচনা ও ম্যাগাজিন অনুষ্ঠান এবং লাইভ কনসার্ট। এমনটাই জানিয়েছেন জাতীয় গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ।

তিনি জানান, হালুম, টুকটুকি, ইকরি ও শিকুরাও উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ওরা ঘরে বসেই সুবর্ণজয়ন্তী পালন করছে। শিশুতোষ অনুষ্ঠান ‘পাপেট শো’ প্রচার হবে সকাল ৯টায়। মীর বরকতের উপস্থাপনায় মহান স্বাধীনতা দিবসের কবিতা নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান প্রচার হবে সকাল ১০টা ১৫ মিনিটে। এই অনুষ্ঠানে ৮টি কবিতা পাঠ করবেন আহকাম উল্লাহ, ইকবাল খোরশেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

জাহিদ রেজা নূরের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান ’৫০-শে বাংলাদেশ’ প্রচার হবে ১১টা ২৫ মিনিটে। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সেলিনা হোসেন, আমিনুল ইসলাম আমিন ও মারুফ রসুল। বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হবে ১২টা ১৫ মিনিটে। বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতার গান’ প্রচার হবে ৩টা ২৫ মিনিটে।

হারুন রশীদের রচনা ও আবু তৌহিদের পরিচালনায় বিশেষ নাটক ‘খুনঘর’ প্রচার হবে ৯টায়। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মনির আহাম্মেদ শাকিল, ঝুনা চৌধুরী, আহসানুল হক মিনু, রেজওয়ান পারভেজ সামস প্রমুখ। ওয়ারফেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে লাইভ কনসার্ট সরাসরি সম্প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে।