• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

১৬তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় সার্বিক পাসের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। এতে স্কুল-২ পর্যায়ে পাস করেছে এক হাজার ২০৩ জন। স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন। কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জন পাস করেছে।

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল  জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এ জন্য প্রার্থীদের পরীক্ষার ঘরে (Exam) ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সিলেকট করতে হবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হবে।

গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর  শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে দুই লাখ ২৮ হাজার ৪৪২জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।