• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

৩০০ দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পেল শীতবস্ত্র

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কুচাইপট্রি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন। এছাড়া প্রশিক্ষিত ১৩জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।

কম্বল ও সেলাই মেশিন বিতরণ করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলমগীর হুসাইন। দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা।

এ সময় কুচাইপট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম. নাসির উদ্দিন স্বপন, ইউপি সচিব কমল চন্দ্র দাস, ইউপি সাধারণ সদস্য শামীম ব্যাপারী, কাদের হাওলাদার, এনামু হক বাচ্চু, মোফাচ্ছেল হোসেন ব্যাপারী, নুরুল হক গাজী, আমান উল্লাহ দেওয়ান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরুজা বেগম, রোকসানা বেগম, জাকিয়া আক্তার হানী প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউএনও মো: আলমগীর হুসাইন বলেন, এই শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।