• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঈদ রান্নায় রকমারি

মাংসের তক্তি পিঠা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

গরু বা খাসির মাংস দিয়ে তো নানা পদই খেয়েছেন। তবে একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে এবার না হয় একটু ভিন্ন পদের স্বাদ নিন। পরিবারসহ উপভোগ করুন মাংসের তক্তি পিঠা। এটি স্বাদেও অতুলনীয় সঙ্গে তৈরি করাও সহজ। জেনে নিন রেসিপিটি-

উপকরণ: হাড় ছাড়া কষানো মাংস এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি পছন্দ মতো, ধনে পাতা কুচি দুই টেবিল চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, তেল আধা কাপ, ডিম একটি, চালের গুঁড়া দুই কাপ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে একটি বাটিতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার কলাপাতায় মুড়ে পাতলা বিস্কুটের শেপ দিয়ে তাওয়ায় উচ্চ তাপে ভেজে নিন। ভাজা হয়ে এলে কেটে সরিষার চাটনি বা কাসুন্দি দিয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের মাংসের তক্তি পিঠা। এটি আপনি ওভেনে ২২০ ডিগ্রি তাপমাত্রায় তৈরি করতে পারেন। সে ক্ষেত্রে কলাপাতার প্রয়োজন নেই, শুধু বিস্কুটের শেপ দিয়ে ওভেনে দিলেই হবে।