• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধিঃ নানান আয়োজনে শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা ২৫০শয্যার হাসপাতাল চত্বর চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ এর সভাপতিত্বে, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ত ডাঃ মোঃ হাবিবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিতু আকতার, মেডিকেল অফিসার ডাঃ কনক জ্যুতি মন্ডল।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোঃ শাহ পরান বলেন,  প্রতি বছর ৭ এপ্রিল  নানান আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।। দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করছে। এবারের

প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি এক সাথে’।

 তিনি বলেন, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। সেদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।