• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

পাকা আমের মধুর রসে

আম ফিরনী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ মে ২০২১  

উপকরণঃ

কালজিরা চাল-১/২ কাপ, দুধ-১.৫ লিটার, গুড়াদুধ-১/২ কাপ, চিনি-১/২ কাপ, লবণ-১/৩ চা চামচ, কিসমিস-২ টেবিল চামচ, কাজু বাদাম-২ টেবিল চামচ, পেস্তা ও কাঠবাদাম কুচি-২ টেবিল চামচ, চেরী কুচি-১ টেবিল চামচ, আম কিউব-২ কাপ, এলাচ-৫/৬টি।

প্রণালীঃ

কালজিরা চাল ধুয়ে ভিজিয়ে রাখুন ১/২ ঘন্টা। ১/২ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে/বেটে আধা ভাঙ্গা করে নিন। কিসমিস ও কাজুবাদাম পেষ্ট বানিয়ে রাখুন। আম ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন। দুধ জ্বালে বসান।বলক উঠলে এলাচ ফাটিয়ে দিয়ে দিন। দুধ কিছুটা ঘন হলে ব্লেন্ড করা চাল দিয়ে ঘনঘন নাড়তে থাকুন। চাল সিদ্ধ হলে গুড়া দুধ, কিসমিস ও কাজু পেষ্ট দিয়ে মিশান। চিনি ও লবণ মেশান। থকথকে হয়ে এলে ১ টেবিল চামচ পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করতে রাখুন।

ব্লেন্ড করা আম জ্বালে বসান। ঘন ঘন নাড়ুন। আলগা পানি টেনে গেলে নামিয়ে ঠান্ডা করতে দিন। 

ফিরণী এবং আম আধা ঠান্ডা হলে একত্রে মিশিয়ে দিন। উপরে অবশিষ্ট কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি ও চেরী কুচি ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।