• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বরিশালে আজ থেকে টিসিবির পন্য বিতরন শুরু, থাকছে খেজুর ও চিনি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪  

আজ থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির বিশেষ পণ্য বিক্রি। রমজান উপলক্ষে এটি টিসিবির দ্বিতীয় ও শেষ কার্যক্রম। এই ধাপে দীর্ঘ সময় পর যুক্ত হচ্ছে চিনি ও খেজুর। টিসিবির বরিশাল আঞ্চলিক অফিস প্রধান (সহকারী পরিচালক) শতদল মন্ডল বলেন ইতিমধ্যে সব পন্য ডিলারদের সরবরাহ করা হয়েছে। আজ থেকে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, প্রত্যেকটি পন্য গ্রাহক পর্যায়ে বাধ্যতামূলক করা হয়েছে। কোন গ্রাহক চাইলো চাল কিংবা খেজুর নিবেন তা হবে না। প্রত্যেক কার্ডধারীকে সব পন্য নিতে হবে। কারন যে গ্রাহক একটি বা দুটি পন্য নিবেন না। ডিলার সে পন্য কি করবে। বাধ্য হয়ে তাকে কালো বাজারে বিক্রি করতে হবে। তাহলে একজন ডিলারকে কেন এই অসৎ কাজের সুযোগ করে দেব প্রশ্ন রাখেন তিনি।

এই ধাপে একজন ক্রেতা মোট ৫ টি (তেল, ডাল, চাল, খেজুর ও চিনি) পন্য কিনতে পারবে। প্রতি কেজি চিনি ৭০ টাকা এবং খেজুরের মূল্য নির্ধারন করা হয়েছে ১৫০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল যথারীতি ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, ছোলা ৫৫ টাকা ও চাল ৩০ টাকায় পাওয়া যাবে।