• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে সিঁধ কেটে তিন ঘরে চুরি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩  

শরীয়তপুরের পৌরসভায় সিঁধ কেটে তিনটি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, এক সময় মফস্বলের গ্রামগুলোতে মাটির ঘর ছিল। তখন রাতে মাটির ঘরে সিঁধ কেটে অহরহ চুরির ঘটনা ঘটতো। বর্তমানে অধিকাংশ ইটের ঘর হওয়ায় এখন আর সিঁধ কেটে চুরির ঘটনা চোখে পড়ে না। রাতে সিঁধ কেটে চুরির ঘটনা মানুষ যখন ভুলেই গেছে তখনই ঘটলো এ ঘটনা। এক রাতেই তিনটি ঘরে চারটি সিঁধ কেটে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চুরির ঘটনায় ভুক্তভোগীরা হলেন, শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের অসীম কুমার দাস, মহাদেব চন্দ্র দাস, বিপুল চন্দ্র দাস। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া বাড়ির মালিক মহাদেব ও অসীম কুমার জানান, রাত সাড়ে ৩টার দিকে মহাদেব চন্দ্র দাসের ঘরে এক শিশু কেঁদে উঠলে ঘরের সবার ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পান ঘরে সিঁধ কাটা হয়েছে। ততক্ষণে চোরের দল মোবাইল, ঘড়ি ও কাপড় নিয়ে পালিয়ে যায়।

স্বর্ণঘোষ গ্রামের বাসিন্দা সাফ্ফার সিকদারসহ অনেকেই বলেন, সিঁধ কাটার ঘটনায় আমরা আতঙ্কিত। একই রাতে তিন ঘরে চারটি সিঁধ কাটার ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সিঁধ কেটে চুরির ঘটনাটি আমি শুনেছি। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।