• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভোট বিপ্লবের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধিঃ  শরীয়তপুর -৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্বনির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি  বলেছেন, সারা বাংলায় ‌নির্বাচনের জোয়ার বইছে। সারা বাংলায় জনতার ঢল নেমেছে। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে  আমরা ভোট বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বিজয়ী করবো।
তিনি বলেন, ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গুবন্ধুর সৈ‌নিকেরা জিতবে, শেখ হা‌সিনার সৈ‌নিকেরা জিতবে।
 তিনি  সোমবরা (১ জানুয়ারি)  মহিষার ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মহিষার ইউনিয়ন  সবাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদা রেজা নূর,ভেদরগঞ্জ উপজেলা  আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী। হাজী মোঃ চুন্নু মিয়া ঢালীর সহায়তায় ও মেহেদী হাসান সৌরবের সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী,মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার,  উপজেলা আওয়ামিলীগ যুগ্নসম্পাদক  দেলোয়ার হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, কৃষক লীগ সাধারণ সম্পাদক হাজি ফিরোজ হোসেন খান, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  যুব ও ক্রীড়া সম্পাদক নিয়ামত সিকদার, উপ দপ্তর সম্পাদকএম হারুন অর রশীদ, সাজনপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাজি জসিমউদদীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি  মোঃ মনিরুজ্জামান হাওলাদার, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক হাজি মোঃ হাসান খান।
তিনি বলেন, খেলা হবে, ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে খেলা হবে। আগুন সন্ত্রাস, লুটটাট ও সাম্প্রদা‌য়ি‌কতার বিরুদ্ধে খে‌লা হবে। বিএন‌পি কোথায়? মাঠে আছে? ফাউল করে লাল কার্ড পেয়ে ২৮ তা‌রিখে পা‌লি‌য়ে গেছে।
নাহিম রাজ্জাক বলেন, যারা আমার প্রিয় জন্মভূমিকে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না।
এ সময় তিনি আওয়ামী লীগের সবাইকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে লাল কার্ড দিয়ে বের করার কথাও বলেন। শরীয়তপুর -৩ আসনের উন্নযনের বর্ননা দিয়ে বলেন আমাদের এ উন্নয়ন অভিযাত্রা  চলমান রাখতে আপনাদের ভোট বিপ্লবের মধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।