• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর  জেলা পুলিশের  সেপ্টেম্বর/১৯ খ্রিঃ মাসের অপরাধ সভা আজ ১৪ অক্টোবর রবিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শরীয়তপুর  জেলার পুলিশ সুপার আব্দুল  মোমেন,পিপিএম।

এ সময় উপস্থিত,অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল মোহাম্মদ কামরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত সহ  জেলার ৭ থানার অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর ও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ। শরীয়তপুর  জেলা পুলিশের  সেপ্টেম্বর/২০১৯ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়  সেপ্টেম্বর/২০১৯ মাসের জেলায় সর্বমোট রুজুকৃত মামলা-১১৭ টি,সর্বমোট  গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-৩২৪ জন,সর্বমোট যানবাহনের মামলার সংখ্যা-৫০৫ টি,সর্বমোট যানবাহনের জরিমানা আদায়-২,৯০,৩৫০/- টাকা এবং সর্বমোট-১১৮২ পিস ইয়াবা ট্যাবলেট,৩০২ গ্রাম গাজা, ৬২ ক্যান বিয়ার ও ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার।এর পূর্বে জেলা পুলিষ লাইন্স অডিটরিয়ামে  জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
 

জেলার পুলিশ সুপার আব্দুল  মোমেন,পিপিএম এর সভাপতিত্বে পৃথক এ সভায় জেলার  সেপ্টেম্বর/২০১৯ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,শ্রেষ্ঠ এসআই,শ্রেষ্ঠ এএসআই,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের  পুরস্কার তুলে দেন।

এ মাসে পুরস্কৃতরা হলেন  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সখিপুর থানা মোঃ এনামুল হক, শ্রেষ্ঠ এসআই/(নিঃ) নড়িয়া থানার  মোঃ আবুল কালাম, শ্রেষ্ঠ এএসআই/(নিঃ) একই থানার মোঃ কাউছার মিয়া, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার  পুলিশ পরিদর্শক (নিঃ),আইসি,সন্তোষপুর পুলিশ তদন্তকেন্দ্রের  মোঃ আছলাম মিয়া,এ ছাড়া ও বিশেষ পুরস্কার পেয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জামাল উদ্দিন,  পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, সখিপুর থানার এসআই/(নিঃ) জয়নাল আবেদীন,সখিপুর থানা,শরীয়তপুর।