• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শপথ নিলেন শরীয়তপুরের নতুন মেয়র পারভেজ রহমান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: শপথ নিলেন শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথমে নবনির্বাচিত মেয়র শরীয়তপুর জজ কোর্টের এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ রহমান জনকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করানো হয়। এর আগে গত ১৬ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলর পরিষদ সদস্যরা হলেন- সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, ২ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন খান, ৩ নম্বর ওয়ার্ডে মো. বাচ্চু বেপারি, ৪ নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন ঢালী, ৫ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডে হোসেন মোহাম্মদ আলমগীর, ৭ নম্বর ওয়ার্ডে আমির হোসেন শিকদার, ৮ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডে কে এম পলাশ। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌসী আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সৈয়দা মাহমুদা খানম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইমু আক্তার।

মেয়র পারভেজ রহমান জন বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। তাই মেয়র হতে পেরেছি। ধন্যবাদ জানাই শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ভোটারগণসহ যারা আমার মেয়র হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। যেহেতু শরীয়তপুর পৌরসভাটি প্রথম শ্রেণির। তাই প্রতিটি পৌর নাগরিকের সকল সেবা দেয়া আমার কর্তব্য ও দায়িত্ব। তিনি বলেন, মহান আল্লাহ্ আমাকে এই সম্মানজনক স্থান দিয়েছেন। তাই শুকরিয়া জ্ঞাপন করছি।