• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে আলেমদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদের ইমাম, আলেম- ওলামাদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ অক্টোবর) বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশরে উপপরিচালক মুহাম্মদ আশরাফ আলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র,পালং মডেল থানার  ওসি তদন্ত শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন ফিল্ড  সুপার ভাইজার মোঃ লুৎফর রহমান, ঈমাম  মাওলানা আবু নাসের। এ সময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন সামিনা ইয়াসনি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অনল কুমার দে ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়নে জতির পিতা বঙ্গবন্ধু ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন,বঙ্গবন্ধু  ইসলামিক ফাউন্ডেশন,টংগি ইস্তেমার মাঠ, কাকরাইল মসজিদ,  হাজি ক্যাম্প, তার কন্য সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মডেল মসজিদ করে যে নজির স্থাপন করেছেন তা বিশ্বে বিরল।এ সময় তিনি  পিতা- মাতাদের তাদের সন্তানদের দেখেশোনে রাখতে বলেন। বিশেষ করে মেয়েদের প্রতি যত্নশীল হতে হবে এবং নির্দিষ্ট সময় হওয়ার পর তাদের সংসারের দায়িত্ব দিতে হবে। ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন খুতবার সময় যৌতুক নিয়ে আলোচনা করতে হবে। এসময় তিনি আরো বলেন আপনারা পারবেন বাল্যবিয়ে যৌতুক এসব বিষয়ে সচেতন করতে। আপনারা বাল্য বিয়ে বন্ধ করতে না পারলে প্রশাসনের সহযোগিতা নিবেন।বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।