• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

হরতােলর কোন প্রভাব নেই শরীয়তপুরে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা শহরের যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সঙ্কটে  দূরপাল্লার বাস কম ছেরে গেছে। তবে স্বাভাবিক নিয়মে চলছে জেলা অভ্যন্তরিন যানচলাচর সাভাবিক রয়েছে।
আজ (রোববার) ২৯ অক্টোবর বেলা ১২টা পর্যন্ত শরীয়তপুর জেলা সদরসহ অপর ৫ উপজেলা সদরে কোথায় কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের। নেই অপ্রীতিকর ঘটনার খবরও। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও সড়ক মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এছাড়াও সকাল থেকেই প্রতিদিনের মতো দোকানপাট  খুলতে দেখা গেছে। রিকশা-অটোরিকশা ছোট যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। ফলে শরীয়তপুরের হরতালের কোন প্রভাব পরেনি জনজীবনে।
এদিকে হরতাল সমর্থকদের নৈরাজ্য ঠেকাতে মাঠে সতর্ক অবস্থায় আওয়ামী লীগ। শহরের চৌরঙ্গী এলাকায়   শান্তি  সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
 শরীয়তপুর সুপার সার্ভিসের  পরিবহনের  অপু মাতব্বর  বলেন, সকাল থেকে বাস নিয়ে আমাদের ৪/৫ টি গাড়ী ঢাকা ছেরে গেছে। তবে এর পরে যাত্রী সংকটে এখন পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। তবে পর্যাপ্ত যাত্রী পাওয়া গেলে বাস ছেড়ে যেতে পারে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি  ফারুক  বেপারি  বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করছে। আমাদের পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেনি। তবে যাত্রী সংকট রয়েছে ঢাকা খুলনা বরিশাল সহ বিভিন্ন সড়কে কম ছেরে গেছে।
শরীয়তপুর  জেলা পুলিশ সুপার (এসপি) মাহাবুবুল আলম বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।