• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দেশি-বিদেশি কেউই ইলেকশন কমিশনকে চাপ দেয় না

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দেশি-বিদেশি কেউই ইলেকশন কমিশনকে চাপ দেয় না কারণ বর্তমানে ইলেকশন কমিশনের উপর কেউ নেই। ইলেকশন কমিশন সবাইকে চাপ দেবে।

তিনি বলেন, নির্বাচনে যদি বিএনপি আসতে চায় তাহলে আমাদের ৩০ নভেম্বরের আগে বলতে হবে। তারা যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, তাহলে নির্বাচনের তারিখ ও মনোনয়নের তারিখ পরিবর্তন হতে পারে। সেটা সংবিধানের মধ্য থেকেই করতে হবে। দেশীয় পর্যবেক্ষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ভিন্ন ভিন্ন  নীতিমালা রয়েছে, যা পরিবর্তন করা হয়নি। বরং আপডেট করা হয়েছে। দেশী ও বিদেশী পর্যবেক্ষক নির্বাচনে থাকবে।  

ইসি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই তাঁর নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে। এর বাহিরে যদি কিছু হয়, তাহলেই আমরা বলবো প্রভাব বিস্তার। এক্ষেত্রে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট বলা আছে কেউ যেন প্রভাব বিস্তার করে অন্যের ভোট না দিতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা  মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।