• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে এনামুল হক শামীমসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

সমর্থক ভোটার তথ্য গড়মিলের অভিযোগে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই কারণে শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার দুপুরে শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ওই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

তবে দলীয় তিন প্রার্থী আওয়ামী লীগের (নৌকা) শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা খালেদ শওকত আলী ও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করব। বৈধ করে নির্বাচনের মাঠে ফিরে আসবো।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ভোটারদের সমর্থন সম্বলিত একটি তালিকা দিতে হয়, মোট ভোটের ১ ভাগ। সেক্ষেত্রে সে তালিকা থেকে নির্বাচন কমিশন থেকে আমাদের নির্বাচন করে দেয় যে ১০ জন ভোটারের তথ্য যাচাই করতে। সেই যাচাই করার ক্ষেত্রে আমরা তিনজন ভোটারের তথ্য গড়মিল পেয়েছি। তাই মোহাম্মদ গোলাম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর খালেদ শওকত আলীর ছয়জন ভোটারের তথ্য গড়মিল পেয়েছি। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।