• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ম্যাগনেট পিলার খুঁড়তে গিয়ে পুলিশের হাতে আটক ৫

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : ম্যাগনেট পিলার খুঁড়তে গিয়ে স্থানীয়দের হাতে ধরা খেয়ে পুলিশে সোপর্দ হয়েছে পাঁচ ব্যক্তি। রোবাবার (১০ ডিসেম্বর) গভীর রাতে মাটি খুঁড়ে পিলারের সন্ধান করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে রাতেই পুলিশে সপর্দ করে।

আটকদের শরীয়তপুর সদরের পালং মডেল থানায় হেফাজতে রেখেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটকরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার দড়িহাওলা এলাকার মৃত আ: রাজ্জাক ফকিরের ছেলে রাসেল ফকির (৩২), পূর্বসোনামূখী এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৬৪), নারায়ণগঞ্জ জেলার হারজালি চাঁনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে
মিঠু (৩৬), পটুয়াখালী জেলার ছোটবিঘাই এলাকার মৃত কাঞ্চন ফকিরের ছেলে আব্দুল মনাব ফকির (৫৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬)।

পুলিশ জানান, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্বসোনামূখী গ্রামের বাসিন্দা  শাহজাহান মোল্লার বাড়িতে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিকসহ পাঁচ ব্যক্তি মাটি খুঁড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিল। তখন মাটি খুঁড়া ও লোকজনের আলাপ টের পেয়ে আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে। পরে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ ফোন পেয়ে পালং মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ মাধ্যমে একটি সংবাদ পাই পূর্বসোনামূখী এলাকাবাসী পাঁচজন ব্যক্তিকে ধরে রেখেছে। ওইখানে তারা ম্যাগনেট পিলারের জন্য গর্ত খুঁড়তে ছিল। সংবাদটি পেয়ে মোবাইল পার্টি গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।