• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাজারে ম্যাজিস্ট্রেট আসতেই কমে গেল পেঁয়াজের দাম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

গত কয়েক দিন ধরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম সহনীয় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুরের আংগারিয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অভিযানে গেলে ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকার পরিবর্তে ৩০ টাকা কমিয়ে ৯০ টাকা দরে বিক্রি করেন।

বাজারের ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে আংগারিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন অভিযানে আসার আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১২০ টাকা থেকে ১২৫ টাকা। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করলে অন্য ব্যবসায়ীরা পেঁয়াজের দাম ৩০ টাকা কমিয়ে দেন। ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের দাম কমানো হয়েছে- এমন খবর বাজারে ছড়িয়ে পড়লে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করার জন্য দোকানের সামনে ভিড় জমান। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ২ হাজারের অধিক ক্রেতা কম দামে পেঁয়াজ ক্রয় করেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী বাজারের সকল দোকানে ৩০ টাকা কম দামে পেঁয়াজ বিক্রি চলে।


অর্পণ মন্ডল পেশায় একজন ভ্যানচালক। ৩০ টাকা কম দামে পেঁয়াজ কিনতে পেরে তারা মুখে ফুটেছে হাসি। তিনি ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অনেক কষ্ট হয়েছিল। গত কয়েক দিন বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না হয়েছিল। বাজারে ম্যাজিস্ট্রেট আসায় ৩০ টাকা কমে ৯০ টাকায় এক কেজি পেঁয়াজ কিনেছি। এভাবে নিয়মিত অফিসাররা বাজারে আসলে আমার মত গরিব মানুষের অনেক উপকার হয়।

শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অসাধু ব্যবসায়ী চক্র পেঁয়াজের দাম বৃদ্ধি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ বিকেলে অভিযান পরিচালনা করার সময় আংগারিয়া বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩০ টাকা কমিয়ে বিক্রি করেছেন। ২ হাজারের অধিক মানুষ কম দামে পেঁয়াজ ক্রয় করতে পেরে স্বস্তি পেয়েছে। পেঁয়াজের বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ।