• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে শরীয়তপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও  ৭১ সালের যুদ্ধের কাহিনী তুলে ধরলেন জেলার বীর মুক্তিযোদ্ধাগণ। বৃহস্পতিবার দুপুরে নড়িয়া উপজেলার নর কলিকাতা এলাকায় অবস্থিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা। জাতির পিতার নেতৃত্বে ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে কলেজ ক্যাম্পাসে জেলার এই প্রথম ২০ ফুট উচ্চতা সম্পূর্ণ বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইনসহ জেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মারিয়া আক্তার, দেওয়ান ফারিয়া, নন্দিনিসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালটিতে ৫২ সালের ভাষা আন্দোলন ও ৭১ সালের সকল ইতিহাস তুলে ধরা হয়েছে। আমরা এই ম্যুরালটি থেকে ভাষা আন্দোলন ও যুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। তাছাড়া আজকের অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কেও জানতে পেরেছি ।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইন বলেন,
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই সাবেক আইজিপি স্যার বঙ্গবন্ধু ম্যুরালটি স্থাপন করেছেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক আইজিপি একেএম শহীদুল হক বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার অপার মুক্তিকামী জনতা ছিনিয়ে এনেছে এ স্বাধীনতা। বঙ্গবন্ধু শুধু রাজনীতিবিদই ছিলেন না তিনি বাংলাদেশের স্বাধীনতা এনেছেন। এটা তার একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। তাই বঙ্গবন্ধু সম্পর্কে ও তার ত্যাগ প্রত্যেকটি মানুষের জানা দরকার। আগামীর প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ম্যুরালটি তৈরি করা হয়েছে।