• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরের আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২উপলক্ষে শরীয়তপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। " প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার,সমুন্নত রাখবো তাদের অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ রবিবার (১৮ ডিসেম্বর)বেলা ১২টায়, শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ- বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সাদিয়া জেরিন  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বিশেষ অতিথি হিসেবে
 বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন , জেলা তথ্য অফিসার মোঃ শহিন মিয়া,সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মোঃ আক্রাম হোসেন,এনজিওর পক্ষে সোডেপ এর নির্বাহী পরিচারক শামীম খন্দকার,প্রবাস ফেরত মাসুদা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড় ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সভায় মিলিত হয়।