• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিহতের নির্দেশনা সংসদীয় কমিটির

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব প্রতিহত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। কমিটি গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার সুপারিশও করেছে।

রবিবার (২১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মো. শিবলী সাদিক, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ও মো. আফজাল হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে কমিটি সুষ্ঠু ও সুষম বিজ্ঞাপন বন্টন নীতি বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।