• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

জামায়াতের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে মুক্তিযোদ্ধার সন্তানরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুর সোয়া ১টার দিকে মিছিল ও স্লোগান দিয়ে নির্বাচন কমিশন ভবনে অবস্থান নেন তারা।

নির্বাচন কমিশন ভবনের নিচে দাঁড়িয়ে তারা ‘মহামান্য হাইকোর্টের রিটের প্রেক্ষিতে জামায়াতের ২৫ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে প্রার্থিতা বাতিল চাই, করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে নির্বাচন কমিশন ভবন এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধ বলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর প্রেসিডেন্ট হুমায়ুন কবির, প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্টু, এমদাদুল হক ও তরিকত ফেডারেশনের সম্পাদকমণ্ডলীর সদস্য আলী হোসেন।

তরিকত ফেডারেশনের সম্পাদকমণ্ডলীর সদস্য আলী হোসেন বলেন, ‘জামায়াত একটি যুদ্ধাপরাধী দল। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে। দলীয়ভাবে তাই তাদের নির্বাচন করার কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘তারা অন্য দলের ওপর ভর করে নির্বাচনে দাঁড়ালেও তারা তো জামায়াত থেকে বেরিয়ে যায়নি।’

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, ‘১৯৭১-এ বিরূপ ভূমিকার জন্য অপরাধী দল আখ্যায়িত করে দেশের কোনো শীর্ষপদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয় বলে মত জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অথচ একটি রাজনৈতিক জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানাচ্ছি।’

এর আগে ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও গৌরব ৭১ নামের সংগঠন জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, নিবন্ধন হারানো জামায়াত ইসলামীর ২৫ প্রার্থীর বিষয়ে আজ রোববার কমিশন বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতের ২৫ প্রার্থীর মধ্যে ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাকি ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তবে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করে জানতে চেয়েছেন কেন তাদের প্রার্থিতা বৈধতা দিয়েছে ইসি।

আজ রোববার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠক হবে। বৈঠকে জামায়াত নেতাদের প্রার্থিতা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।