• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পানিসম্পদ মন্ত্রণালয়ে দ্রুত নিয়োগের সুপারিশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

পানিসম্পদ মন্ত্রণালয়ে দ্রুত নিয়োগের সুপারিশ


পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় শূন্য পদে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।

রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, মো. ফরিদুল হক খান, নুরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী।

বৈঠকে ভৈরব রিভার বেসিন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে লালমনিরহাট শহর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেয়া হয়। কমিটি ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পোল্ডারের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী বর্ষা মৌসুমের আগেই নদীতীর সংরক্ষণের সুপারিশ করে।

বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।