• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে জাতি জাগ্রত হয়- সংস্কৃতি প্রতিমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু যখন এদেশের স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলেন, তখন একদলের স্লোগান ছিল ‘বন্দেমাতরম’ আরেকদলের ছিল ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’। ধর্মের ভিত্তিতে দু’টি দেশ হয়ে গিয়েছিল এ দেশ। বঙ্গবন্ধু তখন ঠিকই বুঝেছিলেন এই দেশ আমাদের না।

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নাট্যকলা বিভাগ আয়োজিত ‘মুক্তির চেতনায় শিল্পীত সৃজন’ ৪র্থ বার্ষিক নাট্যোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিন দিনব্যাপী এই নাট্যোৎসবের প্রথমদিন গতকার বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চবির মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে সফল নাটক রচিত হয়েছিলো ৪৭, ৫২, ৬২, ৬৬, ৬৯ এবং ৭০'র নির্বাচনের মধ্য দিয়ে। ধাপে ধাপে বঙ্গবন্ধু তার সে নাটক মঞ্চায়ন করেছিলেন দীর্ঘ ২৩ বছরে। সেটা ছিলো এদেশের সবচেয়ে সফল মঞ্চায়ন।

সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম হলো নাটক। যখন কোনো সংকট সৃষ্টি হয়, তখন নাটক মঞ্চস্থ হয়। সফল নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে জাতি জাগ্রত হয়। সকল পাওয়া না পাওয়া ফুটে উঠে নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে। সংকট সৃষ্টি হলে নাটক মঞ্চায়ন হয়। বঙ্গবন্ধু ঠিকই বুঝেছিলো এ দেশকে মুক্ত করতে হবে।

সেই বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আমাদের চোখের সামনেই। আমরা পুতুলের মত দাঁড়িয়ে দেখলাম সে হত্যাকাণ্ড। কিন্তু তাকে রক্ষা করতে পারিনি। জাতির জনক একজন লেখক। তিনি নিজ হাতে লিখেছিলেন কারাগারে রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী। ১৭৭২ সালের প্রথম মন্ত্রীপরিষদের অধিবেশনে তিনি রণ সংগীত পাঠ করেছিলেন। যার অলিখিত ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের একটি। এক কথায় বঙ্গবন্ধু যে নাটকের স্ক্রিপ্ট ১৯৪৮ সালে লেখা শুরু করেছিলেন সে নাটকের সফল মঞ্চায়ন হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে।