• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পোশাক রপ্তানিকে ছাড়িয়ে যাবে আইসিটি : জয়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

অল্প সময়ের মধ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি পণ্য ও সেবা রপ্তানি তৈরি পোশাক খাতকে অতিক্রম করবে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, স্যামসাং বাংলাদেশে উৎপাদিত ফোনে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছে। এগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। আর এ কারণে আজকের ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমি বিস্মিত। দশ বছর আগে এটাকে অসম্ভব মনে করা হতো। কিন্তু এটাই আজ বাস্তব।

তিনি বলেন, এগারো বছর আগে ইন্টারনেট সংযোগ ছিলো ‍দুর্লভ। কিন্তু ৫ বছরের মধ্যে আমরা ৩জি ও ৪জি সুবিধা চালু করতে পেরেছি। ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক পৌঁছে গেছে। আগে যেখানে আমদানী করে ফোন ব্যবহার করতে হতো। এখন স্বল্প খরচেই বাংলাদেশে উৎপাদন হচ্ছে। সফটওয়্যার রপ্তানি হচ্ছে। ইতিমধ্যেই রপ্তানি ১ বিলিয়ন ছাড়িয়েছে। হিসাব ছাড়াই ইন্টারনেট ভিত্তিক উৎপাদন আরো ১-২ বিলিয়ন অতিক্রম করবে।

তিনি আরো বলেন, মধ্য আয়োর দেশে থেকে উন্নত দেশে পরিনত হবে। আমাদের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আমরা নতুন উচ্চতায় পৌঁছে যাবো। দেশে কোনো দরিদ্র থাকবে না। আগামী কয়েক বছরের মধ্যে দেশে ডাটার ব্যবহার রকেট গতিতে বাড়বে। আমরা আমেরিকার চেয়ে পিছিয়ে নেই।