• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব।

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে তার বাসভবন ইস্তানায় বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় বাংলাদেশের প্রশংসা করেন হালিমা ইয়াকুব।

নিজ ভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করতে আসিয়ানসহ অন্যান্য ফোরামে সিঙ্গাপুরের সহযোগিতা চান বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার। সিঙ্গাপুর এ বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেন দেশটির রাষ্ট্রপতি।

হাইকমিশনার চার বছর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। সিঙ্গাপুরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় এবং সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রানী রাজাহ এবং মানবসম্পদমন্ত্রী ড. তান সি লেঙয়ের সঙ্গে সাক্ষাৎ করেন মো. মোস্তাফিজুর রহমান।

মো. মোস্তাফিজুর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে এ মাসের মাঝামাঝি সময়ে জেনেভার উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করবেন।