• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নতুন সভাপতি পেল দুই সংসদীয় কমিটি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ জুন ২০২১  

আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সরকারি দলের সাংসদ শহীদুজ্জামান সরকার।  প্রয়াত আবদুল মতিন খসরু এ কমিটির সভাপতি ছিলেন।

অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খান। এত দিন শহীদুজ্জামান সরকার এ কমিটির সভাপতি ছিলেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল আবদুল মতিন খসরুর মৃত্যু হয়। তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন।

আবদুল মতিন খসরুর মৃত্যুর পর গত ২২ এপ্রিল তাঁর সংসদীয় আসন কুমিল্লা-৫ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

গতকাল রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা সংসদে পাস হয়। 

এই দুই কমিটি ছাড়াও ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।